
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক স্পর্শ করলেন। গোল ও ম্যাচ খেলার রেকর্ডের পর এবার ক্লাব ফুটবলে অনন্য এক অর্জন যোগ হলো তার নামের পাশে।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০তম জয় পেয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সৌদি প্রো লিগে আল রায়েদকে ২-১ ব্যবধানে হারিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।
এই ম্যাচে গোল করেও নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন ৩৯ বছর বয়সী তারকা। চলতি মৌসুমে ১৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯২১ গোল করা রোনালদো ১০০০ গোলের লক্ষ্যে এগিয়ে চলেছেন।
ক্লাব ফুটবলে পাঁচটি দলের হয়ে খেলেছেন তিনি। স্পোর্টিং সিপির হয়ে ১৩, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে ২১৪, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১৬, জুভেন্টাসের হয়ে ৯১ এবং আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬৬টি জয় পেয়েছেন রোনালদো।