উলিপুরে গোসল করতে নেমে শিশুর সলিল সমাধি

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে নেমে হামিদা খাতুন নামে ৭ বছরের এক শিশুর সলিল সমাধি হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মুন্সিপাড়া গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের মজিবুর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন (সোমবার) হামিদা খাতুন ও তার সহপাঠি হুসাইন (৫) সহ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এসময় হুসাইনকে পানিতে হাবুডুবু খাইতে দেখে প্রতিবেশি লাবনী বেগম উদ্ধার করতে আসেন। পরে হামিদা খাতুন পানিতে ডুবে গেছেন বলে জানান হুসাইন। তার দেয়া তথ্য মতে স্থানীয় লোকজন পুকুর থেকে হামিদা খাতুনের ডুবন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম পড়েছে।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।