
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (২০ মে) দুপুরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। অন্য কোনো ব্যক্তি বা দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমদানি করা জিনিসের দাম যদি বিশ্বে বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। এখানে আমাদের কিছু করার নেই। (এজন্য) আমাদের সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে উঠবে একদিন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, ওসি তারেকুর রহমান সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।