সোহাগ পরিবহন থেকে ৪ চার কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে ৫৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, উদ্ধারকৃত এসব স্বর্ণবারের বাজারমূল্য চার কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চার কোটি টাকা মূল্যের ৫৮ পিস স্বর্ণবার জব্দ করা হয়।
এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানাননি তারা।
এ বিষয়ে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।