
মোটরসাইকেলের কাগজপত্র সঙ্গে ছিল না। চালক অনুরোধ করেছিলেন বাড়ি থেকে এনে দেখাতে। কিন্তু ট্রাফিক পুলিশ সেই অনুরোধ না শুনে বাইক জব্দ করায় নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছেন রাজশাহীর বালু ব্যবসায়ী আশিক আলী।
তার দাবি, এর আগেও ৩ বার মোটরসাইকেলে নানা কারণে ৪০ হাজার জরিমানা গুণেছেন। তাই এবার ক্ষোভ সামাল দিতে পারেননি। ট্রাফিক বিভাগের দাবি, দায়িত্বরত সার্জেন্ট নিয়ম মেনেই কাজ করেছেন।
সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর কোর্ট অকট্রয় মোড়ের ব্যস্ত সড়কের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর দু’জন মানুষ আগুন নেভাতে চেষ্টা করলেও বাকিরা ব্যস্ত ছিল ছবি ধারণে। আগুনে মাত্র ১০ মিনিটে ভস্মীভূত হয় অ্যাপাচি ব্র্যান্ডের মোটরসাইকেলটি।
মোটরসাইকেলের মালিক আশিক আলীর ভাষ্য, আদালত থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পুলিশের সার্জেন্ট তাকে থামিয়ে কাগজপত্র চান। সেটি সাথে নেই জানিয়ে বাড়ি থেকে আনার অনুমতি চাইলেও পুলিশ গাড়ি জব্দ করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই মোটরসাইকেলে আগুন দেন।
ভুক্তভোগীর দাবি, এর আগেও ৩ দফায় পুলিশ তার মোটর সাইকেল জব্দ করেছিল। এতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হওয়ায় এবার এমন ক্ষোভের বহিঃপ্রকাশ।
রাজশাহী নগর পুলিশ ট্রাফিকের উপ-কমিশনার ট্রাফিক অনির্বাণ চাকমা বলছেন, দায়িত্বরত সার্জেন্ট আইন মেনেই তার মোটরযান জব্দ করেছে। মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় পুলিশ আশিক আলী ও তার পিতা আসাদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনা করে ব্যবস্থা নেবেন তারা।