
টেলিভিশন বক্তা জাকির নায়েককে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সপ্তাহিক প্রেস ব্রিফিং এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিধাম বাগচি।
জাকির নায়েকের ওমান সফরের প্রতিবেদন এবং সে দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণের ব্যবস্থা আছে কিনা সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাব।“
২০১৬ সালে জঙ্গিবাদে অর্থায়ন এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাগচি বলেন, জাকির নায়েক ভারতে অসংখ্য মামলার আসামি। সে পলাতক রয়েছে। আমরা ওমান সরকার এবং ওমান কর্তৃপক্ষের সঙ্গে তাকে দেশে ফেরানোর ব্যাপারে কথা বলছি।
আগামী ২৭ মার্চ পর্যন্ত জাকির নায়ক ওমানে অবস্থান করবেন। সেখানে একটি আলোচনা যোগ দিবেন তিনি।
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয় বলে খবর প্রকাশিত হয়। তবে সে তথ্য সঠিক ছিল না বলে জানায় কাতার কর্তৃপক্ষ।
ধর্মীয় এই আলোচক ২০১৬ সালে গ্রেপ্তার এড়াতে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন।
সূত্র: সিয়াসত ডেইলি