
গত বছরেও নিজ বাড়িতে পরিবারের সঙ্গে সাহরি করেছেন সিরিয়া ও তুরস্কের দক্ষিণাঞ্চলের মানুষ। তবে ভয়াবহ ভূমিকম্পে অনেকেই হারিয়েছেন পরিবার, ভেঙে পড়েছে ঘরবাড়ি। তাই প্রথম রোজায় তাবু ও শরণার্থী ক্যাম্পেই ছিলো সাহরি ও ইফতারির আয়োজন।
এক নারী বলেন, এবারের রমজান আমাদের জন্য নতুন চ্যালেঞ্জের। আল্লাহর হয়তো এটাই ইচ্ছা। আমরা ধৈর্য্য ধরে পরিত্রাণের জন্য প্রার্থনা করবো।
মিশরে শান্তি বৈঠকে রমজানে আগ্রাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজান মাসের প্রথম দিনেই পশ্চিম তীরে অভিযান চালিয়ে হত্যা করেছে এক ফিলিস্তিনি যুবককে। এর প্রতিবাদে রোজা রেখেই বিক্ষোভে নামেন অনেকে।
ভারতীয় উপমহাদেশভুক্ত ৩ দেশ-বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে প্রতিবছর একই সঙ্গে রোজা শুরু করলেও, চলতি বছর এই ধারার ব্যতিক্রম ঘটেছে। সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা শুরু হয়েছে পাকিস্তানে। তবে, রেকর্ড মূল্যস্ফীতি দেখা পাকিস্তানে কমদামে সরকারের দেয়া খাদ্যসামগ্রী কিনতে গিয়ে একাধিক স্থানে পদদলনের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের এক ব্যক্তি জানান, রোজা একদিন আগে শুরু হওয়ায় আমরা আনন্দিত। তবে প্রয়োজনীয় পণ্যের দাম মাত্রা ছাড়িয়েছে। প্রথম রোজা কোনোভাবে পার হলেও, মাস কিভাবে যাবে জানি না।
এদিকে, তালেবান সরকারের অধীনে দ্বিতীয় রমজান দেখছেন আফগানরা। নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ সেখানেও। রোজায় কেটে যাবে বিপদ, এই প্রার্থনা তাদের। আফগানিস্তানের এক বাসিন্দা বলেন, আমরা কষ্টে আছি। প্রাকৃতিক প্রতিকুলতা যেমন আছে, তেমনি আছে সরকারের অবহেলা। এরপরও আরেকটি রমজান দেখার সুযোগ হয়েছে, এতে আমি খুশি।
একই সঙ্গে, প্রথম রোজা পালন করেছে সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ার মানুষ।