
অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে ইতালির কাছে হার মেনেছে ব্রাজিল। ইতালি জিতেছে ৩-২ গোলে।
রোববার (২১ মে) রাতে আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে পড়ার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলো দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলের যুবারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ম্যাচের একাদশতম মিনিটে প্রাতির গোলে এগিয়ে যায় ইতালির অনূর্ধ্ব-২০ দল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেসেদেই। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে তিনি করেন আরেক গোল। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
তবে বিরতির পর দারুণভাবে লড়াইয়ে ফেরে ব্রাজিল। একের পর এক আক্রমণ করে। ৭২ মিনিটে এমএল গোল শোধ করেন একটি। ৮৭ মিনিটে তিনিই দ্বিতীয় গোল করে জমিয়ে তোলেন ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি হলুদ জার্সিধারীরা। এক গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ইতালি।