অবশেষে ভিডিও ফাঁসের ঘটনায় মুখ খুললেন তানজিন তিশা, দিলেন হুঁশিয়ারি
.jpg)
অভিনেতা শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়।
এ ঘটনায় অভিনেতা এবং সুনেরাহ ও পরীমণির মন্তব্যও ছিল আলোচনা-সমালোচনায়। এছাড়া এ ঘটনা যখন দেশ-বিদেশে বাংলা ভাষাভাষীদের কাছে বিতর্কের রূপ নেয় তখন তিশা ও তুষির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার। এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে দেশে ফিরে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।