রাজধানীর মিরপুর ১২ নম্বরে একটি ফ্যাক্টরিতে আগুন

রাজধানীর মিরপুর ১২ নম্বরে একটি ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর মিরপুর ১২ নম্বরের এইচ ব্লকের আলাউদ্দিন বস্তির পাশে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ কক্ষে আমরা এমন সংবাদ পাই।
প্রাথমিকভাবে আগুন লাগা ফ্যাক্টরিটি কিসের সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ওই কর্মকর্তা।