
নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন পল পগবা। জুভেন্টাস মিডফিল্ডারের টেস্টোস্টেরন পজিটিভ আসে। তদন্ত পুরোপুরি শেষে ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর পগবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাতে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পায়। যা খেলোয়াড়দের শরীরের জন্য নিষিদ্ধ।
যদিও ৩০ বর্ষী ফুটবলার ওইদিনের ম্যাচে সাইড বেঞ্চেই ছিলেন। কিন্তু অস্বাভাবিক আচরণের কারণে ম্যাচ শেষে মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেয়া হয়। সেখানে ফলাফল পজিটিভ আসে।
নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হতে পারে। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তবে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা। ২০২২ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে সিরি এ’র ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন পগবা। এরপর থেকে অবশ্য চোটের কারণে নিয়মিত হতে পারেননি বিশ্বজয়ী তারকা।