দক্ষিণ কোরিয়া কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে। এ জন্য দেশটির পার্লামেন্টে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একটা বিল উত্থাপন করা হয়েছে। বিরোধীদের উত্থাপিত বিলটিতে শাসক দলেরও সমর্থন রয়েছে। তাই বিলটি শিগগিরই পাস হবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার এই আইনটি প্রস্তাব করে। বিলটি সমর্থন করে দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি।
ক্ষমতাসীন দলের পলিসি কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রায় এক কোটি পরিবার পোষা প্রাণী লালন-পালন করে। আর তাই কুকুর খাওয়া বন্ধ করার এটাই উপযুক্ত সময়।
প্রস্তাবিত বিলটার নাম দেওয়া হয়েছে ‘কিম কিওন-হি’স বিল’। কিম কিওন-হি দেশটির বর্তমান ফার্স্ট লেডির নাম। তিনি কুকুর খাওয়া বন্ধ করার জন্য দীর্ঘ দিন ধরে প্রচার চালিয়ে আসছেন।
ফার্স্ট লেডি সব ধরনের কুকুরের মাংসের ব্যবসা এবং খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে সমর্থন করেছেন। গত মাসে তিনি দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিকে এই ধরনের কর্মকাণ্ডের অবসান ঘটাতে একটি আইন পাস করার আহ্বানও জানিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ায় গত কয়েক বছরে কুকুরের খামারের সংখ্যা অর্ধেক হ্রাস পেয়েছে। কিন্তু কুকুর খামারি সমিতির মতে, প্রতি বছর এখনও ৭ লাখ থেকে ১০ লাখ কুকুর খাওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়। যদিও এই সংখ্যা এক দশক আগের থেকে অনেক কম।
সূত্র : আরটি