
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কল্যাণে নিবেদিত। জনগণই আমাদের ক্ষমতার উৎস। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এদেশের সব নাগরিকের সম-অধিকার রয়েছে। আমরা বরাবরই বলে আসছি উৎসব যার যার, রাষ্ট্র সবার। তাই দেশের সব ধর্মের নাগরিকরা অবাধে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে।
রোববার গাজীপুরে মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আখতার উজ্জামান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুজস সাকিব খান। উলেখ্য, দেড় শতাধিক বছরের প্রাচীন ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত এ রথযাত্রা ও রথমেলা প্রতিবছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।