বর্তমান প্রজন্ম ছবি তোলার জন্য স্মার্টফোনেই ভরসা রাখেন অনেকে। এর জন্য ফোনে তোলা ছবি ফোনেই এডিট করেন সবাই। এজন্য ফোনে চবি এডিট করার জন্য থাকে বিলটিন ফিচার। কিন্তু সেই ফিচার দিয়ে মনের মত ছবি এডিট করা যায় না। তবে সার্চ ইঞ্জিন গুগলে অসংখ্য ফিচারের মধ্যে রয়েছে ছবি এডিটিং অ্যাপ।
প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইটড টমসগাইড এর প্রতিবেদন থেকে জানা গেছে, গুগল প্লে স্টোরে থাকা ছবি এডিটিংয় অ্যাপের মধ্যে সেরা অ্যাপ বা বেশি ব্যবহার করা হয়েছে তিনটি অ্যাপ। সেগুলো হলো- পিক্সআর্ট, স্ন্যাপসিড ও লাইটলিপ।
স্ন্যাপসিড
স্ন্যাপসিড হচ্ছে গুগলের নিজস্ব অ্যাপ। এর মাধ্যমে জেপিজি কোয়ালিটির পাশাপাশি যে কোনো ফরম্যাটের ছবি এডিট করা সম্ভব। দামি ক্যামেরা বা ভালো রেজুলেশনের তোলা ছবি হলেও এই অ্যাপ খুব কার্যকর। অ্যাপটি ব্যবহার করলেই দেখতে পাবেন, এর দ্বারা খুব সহজেই ছবির যে কোনো ফিনিশিং দেয়া সম্ভব।
লাইটলিপ
ছবির এফেক্টে গিয়ে ছবির পরিবেশ বদলে যেতে পারে এই অ্যাপের মাধ্যমে। একাধিক এডিটিং লেয়ারে ছবিকে ফেলে তাতে বৃষ্টি, কুয়াশা, সূর্যোদয় সব কিছুই যোগ করা যায় এই অ্যাপে। এই অ্যাপে বিভিন্ন ধরনের এফেক্ট ব্যবহার করার সুযোগ আছে।
পিক্সআর্ট
পিক্সআর্ট ছবি এডিটিংয়ের অ্যাপের মধ্যে সবেচেয়ে বেশি জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে ছবির কোয়ালিটি ভালো কারার থেকে শুরু করে ছবির মাপ ও নকশাদার কোলাজ করা সম্ভব। সাদামাঠা ছবিকে মানানসই কালারফুল রূপ দেয়া যায় এই অ্যাপের মাধ্যমে।