সহজভাবে মনের ভাব প্রকাশ করার জন্য নেট দুনিয়ায় ইমোজি বেশ জনপ্রিয়। ব্যবহারকারীরা খুব সহজেই ইমোজি ব্যবহারের মাধ্যমে তাদের ভাব অন্যকে প্রকাশ করতে পারেন। যেকোনো কথার শেষে বা মাঝে ইমোজি দিয়ে কথার গুরুত্ব তুলে ধরা হয়।
এই অভিনব মুখভঙ্গিগুলো ভাবপ্রকাশের পাশাপাশি আনন্দ দিয়ে থাকে। আর প্রতিবছর ইমোজির নতুন নতুন সংযোজন নিয়ে আসে ইউনিকোড কনসোর্টিয়াম। এবার তাদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও ৮টি ইমোজি। চলুন জেনে নেওয়া যাক সেসকল ইমোজি সম্পর্কে-
চোখ ফোলা ইমোজি
ঘুম ঘুম ভাব, চোখ ফুলে থাকা, বিধ্বস্ত অবস্থা, ক্লান্ত ইত্যাদি বোঝাতে আগামী দিন গুলোতে আর কষ্ট করে মেসেজ লেখার প্রয়োজন পড়বে না। এই একটি ইমোজির এক্সপ্রেশনি উপরের সবগুলো ভাব ফুটিয়ে তুলবে।
ফিঙ্গারপ্রিন্ট
কোনো ধরনের ক্লু, পরিচিতি বা আইডিন্টিটি প্রকাশের জন্য এখন একটি ইমোজিই কাজ করবে। প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। তাই এটিও আবার জুড়ছে ইমোজির তালিকায়।
বেলচা
নতুন ইমোজির তালিকায় সংযুক্ত হতে যাচ্ছে বেলচা। সাধারণত বেলচা বিভিন্ন ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। তবে ব্যবহারকারীরা এটা কিভাবে ব্যবহার করবেন সেটা তাদের উপর নির্ভর করে।
বিট
বিটের ইমোজি থাকবে নতুন তালিকায়। ব্যবহারকারীরাই ঠিক করবেন কোন কথায়, কখন এটি বলার দরকার হবে।
হার্প
এটি হল একটি প্রাচীন বাদ্যযন্ত্র। পাশ্চাত্যের সাংস্কৃতিক জগতে বিভিন্ন অনুষ্ঠানে এর ব্যবহার হয়। এটিও ব্যবহারকারীদের উপর নির্ভর করবে।
পাতাহীন গাছ
অভিনব সব ইমোজির মাঝে যুক্ত হতে যাচ্ছে পাতাহীন গাছ। যাদের মূলত অলস সময় পার করছেন বা কোনো কিছুর মূল্য দেওয়া দরকার ছিল বা দেওয়া হচ্ছে না সেটা বুঝাতে এটি ব্যবহৃত হতে পারে।
ফ্ল্যাগ অব সার্ক
পতাকার তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন ইমোজি। ইংলিশ চ্যানেলের ব্রিটেনের অধীন এক স্বায়ত্তশাসিত দ্বীপ সার্ক। তার পতাকাই এ বার আসছে ইমোজির তালিকায়। বেশ কিছু দেশের জাতীয় পতাকা ইমোজির তালিকায় রয়েছে। এটি হবে তার মধ্যে নতুন সংযোজন।
ছড়িয়ে পড়া
কোনো রং বা তরল কোনো পদার্থ পড়ে যাওয়া বা ছড়িয়ে পড়া বুঝাতে নতুন যুক্ত হচ্ছে এই ইমোজিটি।