ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনার অনুপ্রেরণায় নির্মাতা ভিকি জাহেদের চিত্রনাট্যভিত্তিক ওয়েব সিরিজ ‘চক্র’ আগামী ১০ অক্টোবর আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। দুই বছর ধরে শুটিং চলাকালীন নানা বাধা বিপত্তির মধ্যে পড়লেও অবশেষে সিরিজটির কাজ সম্পন্ন হয়েছে।
প্রাথমিকভাবে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হলেও, গল্পের বিশেষত্বের কারণে ওয়েব সিরিজ হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নেন ভিকি। তিনি জানান, শুটিং শুরুর সময় থেকে এখন পর্যন্ত প্রোডাকশন টিমের সদস্যদের মধ্যে কিছু প্রিয়জনের মৃত্যু ও অন্যান্য ঘটনা সিরিজটির জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
ভিকি তাঁর ফেসবুকে লেখেন, গল্পটার বীজ বপন হয়েছিল তিন বছর আগে। নানা কারণে শুটিং থমকে গিয়েছিল, কিন্তু এখন অবশেষে এটি আপনারা দেখতে পারবেন।
‘চক্র’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী সুজন এবং এ কে আজাদ সেতু। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং হয়েছে।
ভিকি জানান, সিরিজটির প্রাথমিক দৈর্ঘ্য ১০ পর্ব হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে এটি কিছু পর্ব কমেও হতে পারে।
‘চক্র’ নির্মাণ প্রক্রিয়ায় ভিকি বলেন, এটি আমার জন্য সবচেয়ে অদ্ভুত প্রোডাকশন। শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে। সামনে কী হবে, তা কেউ জানে না।