
বাংলাদেশ ব্যাংক আগামীতে ৬টি ব্যাংককে তারল্য সংকট মোকাবিলায় ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মতিঝিলের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘোষণা দেন।
গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানত পুরোপুরি সুরক্ষিত এবং তারা তাদের টাকা ফেরত পাবে। তিনি আরও বলেন, "ডিজিটাল অর্থনীতির সাথে তাল মিলিয়ে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা প্রদান করবে।"
তিনি জানান, তারল্য সংকটের সম্মুখীন হওয়া দুর্বল ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা সরবরাহ করা হয়েছে, এবং ভবিষ্যতে কোনো ব্যাংকের তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পাশে দাঁড়াবে।
গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রোববার (১ ডিসেম্বর) থেকে ব্যাংকগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে যা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।"
এছাড়া, গত সোমবার (১১ নভেম্বর) ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সাথে বৈঠক করেন ড. আহসান মনসুর। বৈঠকে তিনি বলেন, "আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর জন্য আরও সহায়তা প্রদান করতে হবে, এবং সবল ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা দিতে হবে।"