
চেহারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। এই চোখ যদি সুন্দর না থাকে তাহলে পুরো চেহারাটাই মলিন হয়ে যায়। অনেক সময় ঘুম কম হওয়া, স্ট্রেস, হরমোনের সমস্যা, অ্য়ালার্জি ও ডিহাইড্রেশনের কারণে চোখের পাশে জন্ম নেয় কালো দাগ বা ডার্ক সার্কেল। হরিয়ে যায় চোখের সৌন্দর্য।
এই সমস্যা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ ছয়টি টিপস:
১. ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে দুধ অন্যতম উপাদান। দুধের মধ্যে ভিটামিন এ ও বি৬ থাকে। এই ভিটামিনগুলো ত্বকে নতুন কোষ তৈরি করে। ভিটামিন বি৬ ত্বকের কালো ছোপ দূর করে। তাই দুধের সংগে একটু ময়দা মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। পুরো শুকিয়ে যাওয়ার আগেই পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. ডার্ক সার্কেল দূর করতে দিনে একবার হার্বাল টি পান করতে পারেন। এর সংগে একটু আদা, তুলসী পাতা, কেসর ও একটু মধু মিশিয়ে খেলে আরও ভালো ফল পাবেন।
৩. গ্রিন টি পান করার পর টি ব্যাগটি ফেলে না দিয়ে সেটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে বা বরফ বানিয়ে চোখের পাশে ব্যবহার করতে পারেন। এতেও অনেকটা সমস্যা দূর হয়।
৪. ডার্ক সার্কেল দূর করতে শশার উপকারিতা অপরিসীম। শশার রসের সংগে লেবুর রস মিশিয়ে তা চোখের চারপাশে তুলা দিয়ে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫. আনারসের রসের সংগে একটু হলুদ গুড়ো মেশান। এবার সেই মিশ্রণ চোখের তলায় লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে আলতোভাবে তুলে নিন।
৬. শুধু ত্বকে এসব মেখেই নয় বরং খাবারের মাধ্যমেও চোখের কালি দূর করতে পারেন। এজন্য কার্যকরী হলো পিনাট বাটার, গুড় ও নারকেল। এই তিনটি একসংগে মিশিয়ে খেতে পারেন। ডার্ক চকোলেট খেয়েও কমতে পারেন ডার্ক সার্কেল।