১৮-তে বয়স আটকে রাখার উপায় জানালেন কৃতি শ্যানন

বলিউড নায়িকা মেধাবী কৃতি শ্যানন-এর ছিপছিপে ফিগার ও উজ্জ্বল ত্বক ঈর্ষা করার মতো! তাঁর এই উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করে দিয়েছেন কৃতি!
কৃতি জানিয়েছেন তাঁর উজ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে বাড়িতে তৈরি ফেসপ্যাকে। যা খুবই সহজ উপায়ে হাতের কাছে পাওয়া যায়।
কৃতি'র বলে দেওয়া ম্যাজিক ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবে এবং যেভাবে তৈরি করবেন:
উপাদান-
১. দুই টেবিল-চামচ বেসন
২. এক টেবিল-চামচ ডাল
৩. একটু হলুদ
৪. আমন্ড বাদাম
৫. দুই টেবিল চামচ ক্রিম বা মালাই
সমস্ত উপাদান একসংগে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিতে হবে। তার পর এই প্যাক মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।