
বাংলাদেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আসার শঙ্কা কম বলে মনে করছে মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)। সংস্থাটি জানায়, প্রতিবেশী দেশ ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশে করোনার চতুর্থ ঢেউ এলেও বাংলাদেশে এ ঢেউয়ের শঙ্কা খুবই কম। বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর নিলি কায়দোস ড্যানিয়েল।
তিনি বলেন, ভারত, চীন এবং ইউরোপের কয়েকটি দেশে ইতোমধ্যে করোনার চতুর্থ ঢেউ দেখা দিলেও বাংলাদেশে আসার আশঙ্কা খুবই কম। যদিও আসে, তা হবে ছোট পরিসরে। বাংলাদেশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বলেও মূল্যায়ন করে তিনি বলেন, এই কারণে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে ভালো অবস্থানে রয়েছে। তবে এটা আমার ব্যক্তিগত অভিমত, এ বিষয় যথাযথ জানতে আরও গবেষণা প্রয়োজন।
তার পরেও সতর্ক থাকার তাগিদ দিয়ে এই সিডিসি কর্মকর্তা বলেন, যেকোনো একজন করোনা আক্রান্ত রোগী ফের প্যানডেমিক তৈরি করতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে। প্যানডেমিক সবার জন্যই শিক্ষা, আমাদের এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশে করোনা টিকা ব্যবস্থাপনা ভালো ছিল বলেও মূল্যায়ন করেন সুসান নিলি। করোনা টিকার কার্যক্ষমতা বাড়ানোর প্রয়োজন আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, টিকা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। দিনে দিনে করোনা টিকার কার্যক্ষমতা বাড়াতে গবেষণার প্রয়োজন হবে।
সংবাদ ব্রিফিংয়ের শুরুতে এ জনস্বাস্থ্যবিধি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ৭৫ বছরেরও বেশি সময় ধরে সিডিসি বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য অবস্থা শনাক্তকরণ, প্রতিকার ও মোকাবিলা, নতুন রোগের জীবাণু আবিষ্কার ও জনস্বাস্থ্য গবেষণায় বিভিন্ন দেশের সক্ষমতা জোরদারে সহায়তা করছে।